শনিবার রাত থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। প্রথমে ছ’জন অনশন শুরু করেছিলেন। রবিবার রাতে তাতে যোগ দেন আরও এক জন। আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো রবিবার ধর্মতলায় গিয়ে বাকি ছ’জনের সঙ্গে অনশনে যোগ দেন। বর্তমানে অনশনে রয়েছেন সাত জন। আরজি করের ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার স্বার্থে ১০ দফা দাবি নিয়ে চলছে এই অনশন। এখনও সরকারের সাড়া মেলেনি।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০৮:৫৫
বায়ো টয়লেট নিয়ে জট
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট নিয়ে জট এখনও কাটেনি। বায়ো টয়লেট বসাতে চেয়ে শনিবার রাতেই লালবাজারে ইমেল করেছিলেন তাঁরা। কিন্তু সেখান থেকে কোনও জবাব আসেনি। অনশন কর্মসূচির অনুমতিও দেয়নি পুলিশ। তা সত্ত্বেও অনশন চলছে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, অনশনের মাঝে দুর্বল হয়ে পড়লে শৌচাগার ব্যবহার করতে বেশি দূরে যাওয়া সম্ভব হবে না। সেই কারণে অনশনমঞ্চের কাছেই বায়ো টয়লেট প্রয়োজন।
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০৮:৪৪
রয়েছে সিসিটিভির নজরদারি
জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে সিসি ক্যামেরার নজরদারি রয়েছে। ডাক্তারেরা নিজে থেকে সিসি ক্যামেরা বসিয়েছেন। যাতে তাঁদের কার্যকলাপ সর্বক্ষণ নজরে থাকে। কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখতেই এই ব্যবস্থা।
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০৮:৪১
অনশনে সাত জুনিয়র ডাক্তার
ধর্মতলায় অনশনে বসেছেন সাত জন জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যে আছেন আরজি করের অনিকেত মাহাতোও।
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০৮:৩৮
৩৬ ঘণ্টা পার
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের ৩৬ ঘণ্টা অতিক্রান্ত। এখনও সরকারের তরফে সাড়া মেলেনি।