আইটিবিপি, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি অনেকেরই। উদ্ধার হয়েছে আরও দু’টি দেহ। সবমিলিয়ে দেবভূমি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২৮। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, “সুড়ঙ্গের ভিতরে ৩৫ জন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁদের কাছে পৌঁছনোর যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। আরও দু’টি দেহ উদ্ধার হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “উদ্ধারকারী দল মালারি উপত্যকা পর্যন্ত পৌঁছে গিয়েছে, এখন প্রয়োজনীয় সামগ্রী এবং রেশন সহজেই পাঠানো সম্ভব হবে।”
এদিন সকালে চামোলি জেলার যোশীমঠে আইটিবিপি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। গত ৭ ফেব্রুয়ারি সুড়ঙ্গ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছিল, তাঁরা এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “জলের স্রোত ও ধ্বংসাবশেষে থেকে বাঁচতে লোহার রড ধরে ছিলেন তাঁরা, সকলেই শরীরে ব্যথা অনুভব করছেন এখনও। চিকিৎসকরা জানিয়েছেন তাঁরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।” এদিন আকাশপথে এবং সরেজমিনে বিপর্যয়ের সামগ্ৰিক পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
2021-02-09