পাক এয়ারস্ট্রাইকে ৫ শিশুসহ মৃত ৩০ আফগান! ‘যুদ্ধ হলে…’, চরম হুঁশিয়ারি তালিবানের

আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তান বায়ুসেনার অভিযানে মৃত্যু হল ৩০ জনের। মৃতদের মধ্যে অন্তত পাঁচ শিশু রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে এই অভিযান হয় বলে জানা গিয়েছে। আর এরপরই তালিবানের তরফে পাকিস্তানকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অন্তত ২৬টি পাকিস্তানি বিমান খোস্ত প্রদেশের স্পুরা জেলার মিরপার, মান্দেহ, শাইদি এবং কাই গ্রামে অভিযান চালায়। এতে বহু শিশু ও মহিলার মৃত্যু হয়েছে। যার জেরে ক্ষুব্ধ তালিবান।

বন্ধু’ তালিবান কাবুল দখল করার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সীমান্ত বিবাদ বেড়েছে আফগানিস্তানের। পাকিস্তানের অভিযোগ, আফগান মাটি থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে জঙ্গিরা। এদিকে পাক বিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে আসছে তালিবান। এরই মাঝে ডুরান্ড লাইন (আফগান-পাক সীমান্ত) বরাবর ২৭০০ কিমি জুড়ে কাঁটা তার দেওয়ার কাজ শুরু করেছে পাকিস্তান। যা নিয়ে ক্ষুব্ধ আফগান শাসকরা। এরই মাঝে এবার পাক বায়ুসেনার এই অভিযান ঘিরে দুই দেশের সম্পর্কে চিড় ধরল।

খোস্ত প্রদেশের তথ্য পরিচালক নজিবুল্লাহ হাসান আবদাল বলেন, ‘কুনারের শেলটন জেলায় পাকিস্তানি রকেট হামলায় পাঁচ শিশু ও এক নারী নিহত এবং এক ব্যক্তি জখম হয়েছে।’ পরে খোস্ত প্রদেশের তালিবান পুলিশ প্রধানের মুখপাত্র মোস্তাগফার গারবজও এই হামলার কথা স্বীকার করেন। পরে আফগান সংবাদপত্রকে স্থানীয়রা দাবি জানান যে অন্তত ৩০ জন মানুষ নিহত হয়েছেন পাক হামলায়। এই হামলার পরই আফগানিস্তানের তালিবান সরকার ইসলামাবাদকে সতর্ক করেছে।

তালিবানের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানের ইসলামিক এমিরেট দেশের মাটিতে পাকিস্তানের এই বোমাবর্ষণ ও হামলার নিন্দা জানাচ্ছে কড়া ভাষায়। এই নিষ্ঠুরতা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ প্রশস্ত করছে… আমরা এই ধরনের হামলা প্রতিরোধ করার জন্য সমস্ত বিকল্প ব্যবহার করছি এবং আমাদের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানাচ্ছি। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে তা কোনও দেশের পক্ষেই ভালো হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.