রবিবার সাতসকালে দু’নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল তিনজন। ওষুধ বোঝাই ৪০৭ ভ্যান ও এলপিজি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় মাঝেই জ্বলে উঠল আগুন। আসানসোলের কাল্লা মোড়ে দু’নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।জানা গিয়েছে, মুখোমুখি সংর্ঘষের জেরে দু’টি গাড়িতেই আগুন লেগে যায়। গাড়ির মধ্যেই জীবন্ত দ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ওষুধের গাড়ি চালকের। প্রাণ হারান দুই সাইকেল আরোহীও। তাঁরা হলে সন্তোষ গড়াই (৪৫), রাখোহরি গড়াই (৩৫)। জানা গিয়েছে, দু’জনই ছিলেন মাছবিক্রেতা। সাইকেল চালিয়ে এগিয়ে যাওয়া দুই আরোহীকে বাঁচাতে গিয়েই নাকি ধাক্কা লাগে দুই গাড়ির মধ্যে। ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে যান তাঁরা। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক পথচারী। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে।দুর্ঘটনাটি ঘটে রবিবার ভোর পাঁচটা নাগাদ। জানা গেছে, ওষুধ বোঝাই গাড়িটি ঝাড়খণ্ড থেকে দুর্গাপুরের মুখে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে অর্থাৎ দুর্গাপুর থেকে আসানসোলের দিকে ওই এলপিজি ট্যাঙ্কারটি আসছিল। রাস্তায় দুই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ বোঝাই ৪০৭ ভ্যানটি ধাক্কা মারে গ্যাসের গাড়িটিকে। তখনই আগুন ধরে যায় দু’টি গাড়ির কেবিনে। ওষুধের গাড়িটি পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসিদের উদ্ধার করেন।
2021-06-13