রাজ্য নাকি নানা আর্থিক সংকটের মধ্যে চলছে। একথা বলা হয় বার বারই। ব্য়য় সঙ্কোচের জন্যও নানা পদ্ধতির আশ্রয় নেয় রাজ্য সরকার। তবে এবারও সেই টানাটানির মধ্যেই অনুদান থেকে বঞ্চিত হবেন না পুজো কমিটিগুলি। এবারও ক্লাব ও পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় সরকার। এজন্য এবছর ২০১ কোটি ৯১ লক্ষ টাকা বরাদ্দ করছে রাজ্য় অর্থ দফতর। তবে এবার চেক বিতরনের ক্ষেত্রে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এই চেক প্রদানের অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না। গোটা বিষয়টি পুলিশের তরফে নিয়ন্ত্রণ করা হবে। কমিউনিটি পুলিশিংয়ের অঙ্গ হিসাবে অনুদান তুলে দেওয়া হবে পুজো কমিটিগুলির হাতে। ট্রেন্ডিং স্টোরিজ
সূত্রের খবর, মোট ৪০,৩৮২টি ক্লাব, দুর্গাপুজো কমিটির হাতে অনুদান তুলে দেওয়া হবে। তবে পুজোর পরই যে সমস্ত জেলায় উপনির্বাচন রয়েছে সেখানে অবশ্য বিশেষ ব্য়বস্থা নেওয়া হচ্ছে। সেখানে নির্বাচনী বিধি মেনে পুলিশ সরাসরি কোনও চেক পুজো কমিটির হাতে তুলে দেবে না। এক্ষেত্রে প্রশাসনের তরফে অ্যাকাউন্ট পে চেক দেওয়া হবে। সূত্রের খবর, এবার ৩৭,৩৮২টি ক্লাব ও পুজো কমিটি রাজ্য পুলিশের আওতায় পড়েছে। সেখানে মোট ১৮৬ কোটি ৯১ লক্ষ টাকা অনুদান হিসাবে তুলে দেওয়া হবে। অন্যদিকে ৩০০০টি পুজো কমিটি ও ক্লাব কলকাতা পুলিশের আওতায় রয়েছে। কলকাতা পুলিশ বণ্টন করবে ১৫ কোটি টাকা।