সোমবার ঝাড়গ্রাম ব্লকের গাডরো এলাকায় লরি ও বাইকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়ির গতি এতটাই ছিল যে বাইকের পেছনে ধাক্কা মেরে ধান বোঝই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে ঝাড়গ্রাম থানার পুলিশ ওই দু’জন মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সুত্রে জানা যায়, মৃতরা হলেন হিমাশু মাহাত, মোহপুরের বাসিন্দা ও শ্যামাপদ মাহাত, লোহামালিয়ার বাসিন্দা। দু’জনেই বাইকে করে ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার পথে দ্রুত গতিতে থাকা একটি ধান বোঝাই লরি তাদের প্রচন্ড জোরে তাদের ধাক্কা মারে, ঘটনায় গুরুতর আহত হয় দুই যুবক। তাদের
আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা বিষয়ের তদন্ত করছে পুলিশ।পাশাপাশি ওই এলাকায় দ্রুত স্পিড বেকার বসানোর দাবি জানান এলাকার মানুষ।