ঝাড়গ্রামে ৬নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। উত্তেজিত জনতা চেকপোস্টের চৌকিতে আগুন লাগিয়ে দেয়।
মারুতি গাড়িকে পেছন থেকে ট্রলার ধাক্কা মারলে সামনে থাকা ট্রাকের নিচে ঢুকে যায় সর্ম্পূন্য গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সহ এক মহিলার। নেতুরার কাছে এমভিআইয়ের চেকপোষ্টে ঘটনাটি ঘটছে। উত্তেজিত জনতা চেকপোস্ট সিকিউরিটি ছাউনিতে আগুন জ্বালিয়ে দেয়, ফলে এলাকায় উত্তেজনা।
জানাগেছে, দক্ষিণ চব্বিশ পরগনায় আত্মীয়র বাড়ি থেকে সপরিবারে ভিলাই ফিরছিলেন রাহুল গুহ(৩৮), তার স্ত্রী মৌমিতা গুহ, ছোট্ট মেয়ে দেবস্মিতা গুহ(৮) এবং চালক বিনয়। তাদের আর বাড়ি ফেরা আর না। এই মুহূর্তে পরিবারের ঠিকানা ঝাড়গ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে।
মৌমিতা গুহ এবং তাদের চালককে গ্যাসকাটার দিয়ে কেটে বার করা হলেও শেষ রক্ষা হয়নি। তাদের মৃত্যু হয় ঘটনাস্থলেই। রাহুল গুহ এবং তার মেয়েকে গুরুতর আহত অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঝাড়গ্রামে ৬নং জাতীয় সড়কে নেতুরার কাছে চেকপোষ্টে হঠাৎ করে গাডরেল টেনে দিলে লরি দাঁড়িয়ে যায়। পেছনে থাকা গুহ পরিবারের গাড়ি কোনো মতে ধাক্কা এড়ালেও শেষ রক্ষা হয় না। পেছন থেকে একটি ট্রলার এসে সজোরে ধাক্কা মারে মারুতিটিকে। সামনে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রায় পুরো গাড়িটি ঢুকে যায়। এর পরই বাবা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উত্তেজিত জনতা সিকিউরিটি চৌকিতে আগুন লাগিয়ে দেয়। বন্ধ হয়ে যায় ৬ নং জাতীয় সড়কের যান চলাচল।