একধাক্কায় ১৬.৩% বৃদ্ধি, রেকর্ড গড়ল বিমানের জ্বালানির দাম! টিকিটের মূল্য বাড়বে?

1/6একধাক্কায় ১৬.৩% বাড়ল বিমানের জ্বালানির দাম। দিল্লিতে এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম প্রতি লিটারে ১২৩.০৩ টাকা করে দাঁড়িয়েছে।

2/6কোনও এয়ারলাইনের খরচের প্রায় ৪০%-ই এই জ্বালানির ঘরে যায়। ফলে এর ফলে আগামিদিনে টিকিটের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন কেউ কেউ।

3/6২০২২ সালের শুরু থেকেই ধীরে ধীরে বেড়ে চলেছে বিমানের জ্বালানির দাম।

4/6গত ৩ জুন, ATF-এর দাম ১.৩% কমানো হয়েছিল।

5/6বিমান যোগাযোগ জোরদার এবং পর্যটন বাড়ানোর লক্ষ্যে, ঝাড়খণ্ড সরকার বুধবার এভিয়েশন টারবাইন ফুয়েলের VAT (মূল্য সংযোজন কর) ২০% থেকে কমিয়ে ৪% করেছে। প্রতীকী ছবি (REUTERS) (facebook)

6/6আন্তর্জাতিক দামের সঙ্গে তাল মিলিয়ে জেট ফুয়েলের দাম বৃদ্ধি পাচ্ছে। ভারত তার তেলের চাহিদা মেটাতে আমদানির উপর নির্ভরশীল। তাই জেট ফুয়েলের দাম কমানোর একমাত্র উপায় হল কর হ্রাস করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.