১ বছরেই লাভ ১৫০০%, জানুন শেয়ার বাজারে টাটা গ্রুপের এই চার ‘গুপ্তধনে’র বিষয়ে

1/4অটোমোটিভ স্ট্যাম্পিং এবং অ্যাসেম্বলি: টাটা গ্রুপের এই কম-জনপ্রিয় স্টক গত এক বছরে ১৫০০ শতাংশ বেড়েছে। এক বছর আগে, অটোমোটিভ স্ট্যাম্পিং এবং অ্যাসেম্বলি শেয়ারের দাম ছিল ৩৫ টাকা ৯৫ পয়সা। গতকাল সেটির দাম ৬১৪ টাকা ১০ পয়সা। অর্থাত্, গত এক বছরে এই শেয়ারটি ১৫৬১.৯৮% রিটার্ন দিয়েছে। একজন বিনিয়োগকারী যদি এক বছর আগে এই কোম্পানিতে আস্থা রাখতেন এবং ১ লাখ বিনিয়োগ করতেন, তাহলে তাঁর সেই ১ লাখ টাকা আজ ১৭ লাখের বেশি হতো। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Adnan Abidi)

টাটা টিনপ্লেট: এক বছর আগে টাটা টিনপ্লেটের স্টকের দাম ১৬৯ টাকা ৫ পয়সা ছিল। আর এখন সেই শেয়ারের দাম ৩৭১ টাকা ৭০ পয়সা। এই সময়ের মধ্যে এই স্টকটি ১১৯.৮৮% রিটার্ন দিয়েছে। একজন বিনিয়োগকারী যদি এক বছর আগে এই স্টকটিতে ১ লাখ বিনিয়োগ করে থাকেন, তাহলে আজ তাঁর সেই ১ লাখ ২.১৯ লাখ হত। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/4টাটা টিনপ্লেট: এক বছর আগে টাটা টিনপ্লেটের স্টকের দাম ১৬৯ টাকা ৫ পয়সা ছিল। আর এখন সেই শেয়ারের দাম ৩৭১ টাকা ৭০ পয়সা। এই সময়ের মধ্যে এই স্টকটি ১১৯.৮৮% রিটার্ন দিয়েছে। একজন বিনিয়োগকারী যদি এক বছর আগে এই স্টকটিতে ১ লাখ বিনিয়োগ করে থাকেন, তাহলে আজ তাঁর সেই ১ লাখ ২.১৯ লাখ হত। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
অটোমোবাইল কর্পোরেশম অফ গোয়া: এক বছর আগে এই অটোমোবাইল কোম্পানির স্টকের দাম ৪৬৭ টাকা ২৫ পয়সা ছিল। এখন এই স্টকের দাম ৯৫৮ টাকা ৯০ পয়সা। এই সময়ের মধ্যে স্টকটি ১০৫.২২% রিটার্ন দিয়েছে। যদি একজন বিনিয়োগকারী এক বছর আগে এই স্টকটিতে ১ লাখ বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর সেই ১ লাখ আজ ২.০৫ লাখ হত। অর্থাৎ দ্বিগুণেরও কিছু বেশি। ফাইল ছবি : এএনআই (ANI)
3/4অটোমোবাইল কর্পোরেশম অফ গোয়া: এক বছর আগে এই অটোমোবাইল কোম্পানির স্টকের দাম ৪৬৭ টাকা ২৫ পয়সা ছিল। এখন এই স্টকের দাম ৯৫৮ টাকা ৯০ পয়সা। এই সময়ের মধ্যে স্টকটি ১০৫.২২% রিটার্ন দিয়েছে। যদি একজন বিনিয়োগকারী এক বছর আগে এই স্টকটিতে ১ লাখ বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর সেই ১ লাখ আজ ২.০৫ লাখ হত। অর্থাৎ দ্বিগুণেরও কিছু বেশি। ফাইল ছবি : এএনআই (ANI)
নেলকো: টাটা গ্রুপের এই স্টকের দাম গত এক বছরে ২১৭ টাকা ৯০ পয়সা (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ) থেকে বেড়ে ৮৪৪.৪০ হয়েছে। এই স্টকটি গত এক বছরে শেয়ারহোল্ডারদের ২৮৭.৫২% রিটার্ন দিয়েছে। একজন বিনিয়োগকারী যদি এক বছর আগে এই স্টকটিতে এক লাখ বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর সেই এক লাখ আজ ৩.৮৭ লাখ টাকা হয়ে যেত। ছবিটি প্রতীকী, সৌজন্যে pixabay
4/4নেলকো: টাটা গ্রুপের এই স্টকের দাম গত এক বছরে ২১৭ টাকা ৯০ পয়সা (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ) থেকে বেড়ে ৮৪৪.৪০ হয়েছে। এই স্টকটি গত এক বছরে শেয়ারহোল্ডারদের ২৮৭.৫২% রিটার্ন দিয়েছে। একজন বিনিয়োগকারী যদি এক বছর আগে এই স্টকটিতে এক লাখ বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর সেই এক লাখ আজ ৩.৮৭ লাখ টাকা হয়ে যেত। ছবিটি প্রতীকী, সৌজন্যে pixabay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.