সারা দেশে করোনা সংক্রমণ কমতেই বাড়ছে দূরপাল্লার ট্রেনের যাত্রী সংখ্যা । দিল্লি, পাঞ্জাব ও মুম্বইগামী যে ট্রেনগুলি চলছে তাতে ওয়েটিং লিস্ট ক্রমশ লম্বা হচ্ছে। এই লম্বা তালিকা দেখেই জুনের মাঝামাঝি আরও দশটি দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে পূর্ব রেল।
এ প্রসঙ্গে পূর্ব রেলের অপারেশন বিভাগ জানিয়েছে, পূর্বা এক্সপ্রেস, কালকা মেলে এখন ১০০ শতাংশ যাত্রী হচ্ছে। ওয়েটিং লিস্ট দীর্ঘ হওয়ায় স্পষ্ট হচ্ছে চাহিদা। তবে এখন রাজধানী এক্সপ্রেসে ৩০ শতাংশ যাত্রী হওয়ায় স্পষ্ট কম ভাড়ার প্রতি যাত্রীদের চাহিদা রয়েছে। ফলে সেই ধরনের যে ট্রেনগুলি কিছুদিন আগে বন্ধ হয়েছে তা আবার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ট্রেনগুলিতে রাজ্যের বেঁধে দেওয়া করোনা বিধি কড়াকড়ি ভাবে মানতে হবে। যে রাজ্যগুলি আরটি-পিসিআর রিপোর্ট-সহ যাত্রা করতে বলেছে তা ঠিকঠাক মানতে হবে বলে রেল জানিয়েছে। তবে কোন রুটে বা কোন কোন ট্রেন চালানো হবে সে সম্পর্কে প্রকাশ্যে এখনও কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ।