গুজরাটের আনন্দ জেলায় যাত্রীবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের ১০ জন সদস্য। মৃত ১০ জনের মধ্যে একটি শিশুও রয়েছে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আনন্দ জেলার তারাপুরের কাছে ইন্দ্রনজ গ্রামের সন্নিকটে। আনন্দ জেলার তারাপুর এবং আহমেদাবাদ জেলার ভাটামানের মধ্যে সংযোগকারী রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বিপরীত দিক থেকে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ হয়।
পুলিশ সূত্রের খবর, যাত্রীবাহী গাড়িটি ভাটামান অভিমুখে যাচ্ছিল, সেই সময় বিপরীত দিক আসছিল একটি ট্রাক, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় একটি শিশু-সহ গাড়ির ভিতরে থাকা ১০ জনেরই। মৃতদেহগুলি তারাপুর রেফেরাল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ভয়াবহ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, গুজরাটের আনন্দ জেলায় পথ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুতে দুঃখিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
2021-06-16