১ বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের যে সিদ্ধান্ত সরকারি স্তরে নেওয়া হয়েছে, তার প্রতিবাদ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “বাংলা দিবস’ পয়লা বৈশাখই, বলল বিধানসভা। যুক্তি নেই, ঐতিহাসিকতা নেই, তবু। মাননীয়া হুকুম দিলেন, চটিচাটা ল্যাম্পপোস্টের দল ঘাড় হেলিয়ে দিল। এই বিকৃতির কারণ কি? কারণ, ঐতিহাসিকভাবে সঠিক ২০শে জুনকে মেনে নিলে শ্যামাপ্রসাদকে মান্যতা দিতে হয়। তা কি মাননীয়া প্রাণে ধরে করতে পারেন?”
প্রসঙ্গত, ২০ জুন নাকি ১৫ এপ্রিল কোনটা হবে পশ্চিমবঙ্গ দিবস? এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার বিধানসভায় বাংলা দিবসের প্রস্তাব পাশ হল। তবে বিজেপি বিধায়করা পালটা রাজ্যপালের কাছে জানিয়ে এসেছেন তাঁরা চান ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করা হোক। তাঁরা কোনওভাবেই পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসাবে মানবেন না। সেক্ষেত্রে এবার রাজ্যপাল ঠিক কোন পদক্ষেপ নেন সেটাই এবার দেখার।