ভোট প্রশিক্ষণ শিবিরে অস্বাস্থ্যকর খাবার সরবরাহের দায়ে পুলিশ গ্ৰেপ্তার করেছে সরবরাহকারীকে। আজ খাতড়া থানার পুলিশ অভিযুক্ত সরবরাহকারী সংস্থা কোয়ালিটি সুইটসের মালিক শান্তনু মল্লিককে গ্ৰেপ্তার করে।
গতকাল খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয় ও খাতড়া গার্লস হাইস্কুলে ভোটকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে ভোটকর্মীদের জন্য খাবার সরবরাহের দায়িত্ব পায় কোয়ালিটি সুইটস। খাবারের প্যাকেট খুলতেই একটা বাজে গন্ধ পাওয়া যায় বলে ভোটকর্মীদের অভিযোগ।তারপরই প্যাকেটে দেওয়া প্যাট্রিসে পঁচা গন্ধ, এমনকি পোকাও নাকি মেলে। এরপরই ভোটকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই খাতড়া প্রশাসনের নির্দেশে ফুড সেফটি অফিসার খাবারের নমুনা সংগ্রহ করে। সরবরাহকারী সংস্হার বিরুদ্ধে ১৮৮/২৬৯/২৭৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।