শনিবার রাতে বিহারের আরও একটি সেতু দুর্নীতির কবলে পড়ল। মুখ্যমন্ত্রী নাবার্ড প্রকল্পের অধীনে বেগুসরাই জেলার সাহেবপুর কামাল ব্লক এলাকায় কীর্তিটোল আহক ঘাট এবং বিষ্ণুপুর আহক পঞ্চায়েতের মধ্যে বুধি গন্ডক নদীর উপর নবনির্মিত উচ্চ-স্তরের আরসিসি সেতুটি উদ্বোধনের আগে ভেঙে পড়ল।
রবিবার সকালে স্থানীয় লোকজন মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় নদীতে ব্রিজটি ভেঙ্গে পড়তে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় জমেছে। স্থানীয় লোকজন সেতু নির্মাণে ব্যাপক লুটপাটের অভিযোগ তুলে নির্মাণ সংস্থা ও পল্লী পূর্ত বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাতে দুর্ঘটনায় কোনো জীবনহানি না হলেও নির্মাণের তিন বছরের মধ্যে সেতুটি ভেঙে পড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দুই দিন আগে পাওয়া দুই থেকে তিন নম্বরের মধ্যে ফাটল ও ধসে পড়া দেখে গ্রামবাসীরা বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এর পরে বালিয়ার এসডিও রোহিত কুমার, ডিএসপি কুমার বীর ধীরেন্দ্র এবং অন্যান্য আধিকারিকরা সেখানে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন।