সোমবারই ভিডিয়ো পোস্ট করে রূপঙ্কর বলেছিলেন. ‘কে কেকে?’ বলিউডের সঙ্গীত শিল্পীকে নিয়ে এতো মাতামাতি করবার কারণ কী প্রশ্ন তুলেছিলেন রূপঙ্কর। ভিডিয়ো দেখেই রূপঙ্করের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল নেটনাগরিকরা। তবে কেকে-র আচমকা মৃত্যুর পর গায়কের মন্তব্য ঘিরে কটাক্ষের বানভাসি!
রূপঙ্করের এই সমালোচনামূলক ভিডিয়ো মোটেই ভালোভাবে নিচ্ছে না কেকে ভক্তরা। কেকে-র মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের রোষের মুখে রূপঙ্কর। এমনকী খুনের হুমকি পর্যন্ত পাচ্ছেন তিনি, এই অভিযোগ নিয়েই এবার পুলিশের দ্বারস্থ রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ী। টালা থানায় অভিযোগ জানিয়েছেন তাঁরা।
স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র নতুন পর্বের শ্যুটিং চলছে। সেই শ্যুটিং মাঝপথে ফেলে রেখেই বাউন্সার নিয়ে সোজা থানায় যান চৈতালী। ইতিমধ্যেই রূপঙ্কর বাগচীর বাড়িতে টালা থানা থেকে পুলিশ পৌঁছেছে। তাঁরা বাড়ির চারপাশের পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি যে সমস্ত ফোন নম্বর থেকে থেকে হুমকি আসছে, সেইগুলিও সংগ্রহ করা হয়। কে বা কারা এই হুমকি ফোন করছে, তা শীঘ্রই খুঁজে বার করবে পুলিশ, এমন আশ্বাস মিলেছে।
খুনের হুমকি প্রসঙ্গে রূপঙ্কর পত্নী জানিয়েছেন, ‘এক নয়, একাধিক খুনের হুমকি এসেছে। প্রশাসনকে জানিয়েছি সবটা। তাঁরা বলেছেন, ব্যবস্থা নেবেন।’ তবে এই পরিস্থিতিতে ভেঙে পড়তে রাজি নন চৈতালী।
মঙ্গলবার গুরুদাস কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে পারফর্ম করেন কেকে, সেখানেই তাঁকে বেশ অসুস্থ লাগছিল। এরপর হোটেলে ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক।
ফেসবুক ভিডিয়োয় ঠিক কী বলেছিলেন রূপঙ্কর? তিনি জানান, ‘কেকে দারুণ গায়ক। কিন্তু ওঁর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যাঁরা যাঁরা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তাঁরা সবাই কেকে-র থেকে ভালো গাই।’
রূপঙ্করের প্রশ্ন, কেন বাঙালি দর্শক বাঙালি গায়কদের নিয়ে এত মাতামাতি করেন না। এঁরা সকলে কেকে-র চেয়ে ‘অনেক ভালো গায়ক’। তিনি বলেন, ‘আমি যে কজন সিঙ্গারের নাম উচ্চারণ করলাম তাঁরা যেকোনও পারফরম্যান্সে কেকের থেকে ভালো। বম্বে নিয়ে এতো উত্তেজনা কেন? কতদিন বম্বের পিছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ।’