দুপুর ১টা ৩০নাগাদ শুরু হল বৈঠক। তার আগে ঘড়ির কাঁটায় তখন ১টা বেজে ১৫ মিনিট। মোদীর মতোই অমিত শাহ’র জন্যও হলুদ গোলাপের স্তবক নিয়ে নর্থ ব্লকে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রথম কোনও বৈঠকে মুখোমুখি হতে চলেছেন তাঁরা অমিত-মমতা। সাধারণত রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে এসেছেন তাঁরা। সেই দুই নেতা এবার মুখোমুখি বৈঠকে।
ওয়াকিবহাল মহলের মতে, এদিনের বৈঠকে উঠতে পারে রাজ্যের নাম পরিবর্তন প্রসঙ্গ। এছাড়াও পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুদিন আগেই কেন্দ্র একাধিক অ্যাডভাইজারি পাঠিয়েছে, তা নিয়েও আজকের বৈঠকে কথা হতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে।
এছাড়াও কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক ব্যবহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার বার সরব হয়েছেন। যখন রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই তখন এই বিষয়ে অমিত-মমতার মধ্যে কথা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলে।