জিহাদ কী, কীভাবে কাজ করে? এই নিয়ে বই লিখেছিলেন অবসরপ্রাপ্ত আইবি অফিসার আর এন কুলকার্নি। রবিবার আচমকা তাঁকে একটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কুলকার্নিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মাইসোরের মনসা গঙ্গোত্রী এলাকার ঘটনা।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সহকারী পরিচালক ছিলেন কুলকার্নি। ২০০০ সালে অবসর নেন। তারপর মোট তিনটি বই লিখেছিলেন। প্রথম দুটি বই ছিল ইন্টেলিজেন্স বিভাগে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে। সেই নিয়ে তেমন বিতর্ক হয়নি। কিন্তু জিহাদের উপর বই লিখতেই শোরগোল পড়ে যায়। সেই বইতে তিনি ভারতে চলা সন্ত্রাসবাদের দুটি রূপ তুলে ধরেন, একটি লাল সন্ত্রাসবাদ এবং অন্যটি জিহাদি সন্ত্রাসবাদ।
পুলিশ সূত্রের খবর, প্রতিদিন সন্ধ্যার মুখে হাঁটতে বেরতেন কুলকার্নি। সেই সময়ে তাঁকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তার ধার ধরে ধীর গতিতে হেঁটে যাচ্ছিলেন কুলকার্নি। সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি কুলকার্নির দিকে ইচ্ছাকৃতভাবে মোড় নেয় এবং ধাক্কা মারে। কুলকার্নি অনেকটা দূরে ছিটকে পড়েন। তারপর গাড়ি ঘুরিয়ে চলে যায় হত্যাকারী।
।পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর স্পষ্ট নয়। কিন্তু ওই গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ কমিশনার চন্দ্রগুপ্ত বলেন, ‘সব দিক খতিয়ে দেখে আমরা সিদ্ধান্তে এসেছি যে এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। আমরা সেইভাবেই তদন্ত শুরু করেছি। তিনটি তদন্তকারী দল হত্যাকারীকে ধরতে কাজ করছে। সন্দেহ আরও তীব্র হয়েছে যে গাড়িতে কোনও নম্বর প্লেট ছিল না। আমরা কিছু সূত্র হাতে পেয়েছি, যা তদন্তের খাতিরে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়’।