গত কয়েকদিন অস্থির কলকাতা হাইকোর্ট চত্বর। মূলত, কলকাতা হাইকোর্টে বিচারপতি মান্থার এজলাসে কিছু আইনজীবী বিক্ষোভ প্রদর্শন করে পথ আটকে দেওয়ার পর থেকেই হাইকোর্ট চত্বরের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এই মামলাতেই এবার তদন্ত এগোতে শুরু হল শনাক্তকরণ প্রক্রিয়া। এই মর্মেই এবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে চলতি সপ্তাহে সোমবারে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এর আগে ইতিমধ্যে বিচারপতি মান্থা অবমাননার রুল জারি করেছিলে। এরপরে, এবার আরও কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। চলতি সপ্তাহে বৃহস্পতিবারে তিনি আইনজীবীদের শনাক্ত করার উদ্দেশ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরামর্শ দেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বার অ্যাসোসিয়েশনের তরফ প্রক্তিক্রিয়া জানানো হয়েছে। এর তরফে জানানো হয়েছে যে, তাঁরা কোনোভাবেই বিক্ষোভ প্রদর্শনকারীদের পাশে নেই। আবার এই ইস্যুতেই ‘লইয়ার্স ফর জাস্টিস’ নামে আইনজীবী সংগঠনও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দারস্থ হয়েছেন। উক্ত সংগঠনের দাবি, তাঁদের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাঁদের শনাক্ত করে শাস্তি দেওয়া প্রয়োজন।