রাজ্যে আজ বুধবার দক্ষিণের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে সার্বিকভাবে দক্ষিণবঙ্গে।
একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের উপর। আজ ১৬ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে গাল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত। যেটি মধ্যপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরো একটি অক্ষরেখা যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে।
দক্ষিণবঙ্গ
বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায়। তবে পরিমাণ কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। সঙ্গে দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গ
আজ বুধবার ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
কলকাতা
দিন ও রাতের তাপমাত্রা বাড়ল। আজ বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টির ক্ষীণ সম্ভবনা। কাল বৃষ্টির পরিমান বাড়তে পারে। সকালে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি চরমে উঠবে।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২৪ থেকে বেড়ে ২৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮৮ শতাংশ।
ভিনরাজ্য
ভারী থেকে অতি ভারী বৃষ্টি ওড়িশা, আসাম ও মেঘালয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেশ কিছু অংশে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিদর্ভ ছত্রিশগড় আসাম মেঘালয় মনিপুরী মিজোরাম এবং ত্রিপুরাতে। আসাম মেঘালয় মধ্যপ্রদেশ বিহার বজ্রবিদ্যুৎসহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আবহাওয়া অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ছত্রিশগড় ঝাড়খন্ড সিকিম বিহার এবং কেরল মাহে মধ্যপ্রদেশ ছত্রিশগড় কেরালা মাহে তেলঙ্গানা কর্নাটকে।তাপপ্রবাহের সম্ভাবনা রাজস্থানে। তারপর প্রবাহের মতো পরিস্থিতি রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং গুজরাট রিজিয়নে।