আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হবে বাজেট। আজ দ্বিতীয় মহিলা হিসেবে রাজ্য বাজেট পেশ করবেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে ২০২১ সালে তত্কালীন অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এরপর ২০২২ সালে আরও এক মহিলা বাজেট পেশ করবেন আজ। যদিও সেবার মুখ্যমন্ত্রী অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন না। তবে এবারে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ মন্ত্রকের সঙ্গে যুক্ত।
উল্লেখ্য, ২০২১ সালে বিপুল ব্যবধানে জিতে ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। সরকার গঠনের পর অমিত মিত্রকেই অর্থমন্ত্রী করেছিলেন মমতা। তবে তিনি এবার নির্বাচনে লড়েননি। পরে উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি। যার জেরে ৬ মাসের মেয়াদ ফুরোলে তিনি অর্থ মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। সেই সময় অর্থমন্ত্রক নিজের কাছেই রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুবাদে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী হন। তবে তাঁর সময়কালে কোনও বাজেট পেশ করা হয়নি।ট্রেন্ডিং স্টোরিজ
ভোটের পর অমিত মিত্রকে অর্থমন্ত্রী করা হলে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরে অমিত মিত্র যখন উপনির্বাচনেও লড়লেন না, তখন থেকেই প্রশ্ন উঠেছিল যে রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী তবে কে? সেই সময় এই প্রশ্নের সঠিক জবাব পাননি মুখ্যমন্ত্রী মমতা। তাই অমিত মিত্রকে নিজের উপদেষ্টা নিযুক্ত করে নিজেই অর্থ মন্ত্রকের দায়িত্ব কাঁধে নেন। এই সময়কালেও অর্থ মন্ত্রকের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রিমা। এরপর সম্প্রতি মমতা মন্ত্রক বণ্টন করলে চন্দ্রিমাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা