সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছেলে উদয়নিধি স্ট্যালিন। এবার স্ট্যালিন পুত্রের মন্তব্যের সমালোচনা করে পাল্টায় কড়া জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বললেন বিরোধী ইন্ডিয়া জোট আসলে সনাতন ধর্মকে ঘৃণা করে। ভোটব্যাঙ্কের জন্য তোষণের রাজনীতি করতে ওরা সনাতন ধর্মকে অপমান করেছেন। তাঁর দাবি, এইভাবে সনাতন ধর্মের বিরোধীতা করতে শুরু করায় ২০২৪ এর পর আর বিরোধীদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানে ভোট প্রচারের কাজ সারছেন অমিত শাহ। দুঙ্গারপুরে বিজেপি পরিবর্তন যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যের বিরোধিতা করেন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, ভোট ব্যাঙ্ক নিয়ে রাজনীতি করছে ইন্ডিয়া জোট। তুষ্টিকরণে রাজনীতি করছে।
অমিত শাহ বলেন,”দুদিন ধরে আপনি সনাতন ধর্মকে অপমান করেছেন। এদেশের সংস্কৃতির, এই দেশের ইতিহাস ঐতিহ্যের অপমান করছেন। ইন্ডিয়া জোটের দুটি প্রধান দল ডিএমকে এবং কংগ্রেস দল বলছে সনাতন ধর্মকে শেষ করে দিতে হবে। এরা ভোট ব্যাঙ্ক এবং তোষণের রাজনীতি করার জন্য সনাতন ধর্মকে শেষ করার কথা বলেছে। এরা আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস এবং আমাদের সনাতন ধর্মের অপমান করেছে। তিনি মনে করিয়ে দেন, “এটা প্রথম বার নয়, মনমোহন সিং বলেছিলেন বাজেটের উপর প্রথম অধিকার সংখ্যালঘুদের। কিন্তু আমরা বলি বাজেটের উপর প্রথম অধিকার গরিব, আদিবাসী, দলিত এবং পিছিয়ে পড়াদের। এরা ভোট ব্যাঙ্কের লোভে সংখ্যালঘুদের অধিকার বজায় রাখে। কংগ্রেসের সভাপতি বলেন, মোদী ক্ষমতায় এলে সনাতন ধর্মের রাজত্ব আসবে। আমি বলছি মানুষের মনে সনাতন ধর্ম রাজত্ব করছে। এটাকে কেউ মুছতে পারবে না।” তিনি জানান, মোদীজি বলেছেন, এই দেশ ভারতের সংবিধানের ওপর নির্ভর করেই চলবে।
তিনি আরো বলেন, রাহুল গান্ধী হিন্দু সংগঠনগুলিকে লস্কর ই তৈবার থেকেও বেশি সাংঘাতিক বলেছিলেন। সন্ত্রাসের সঙ্গে হিন্দুত্বের নাম জুড়ে এরা যে ঠিক করেননি তার প্রমাণ আগেই পেয়েছেন। ২০১৪, ২০১৯ -এ এদের ভোট ধীরে ধীরে কমে এসেছে। এবার আবার সনাতন ধর্মের সমালোচনা শুরু করেছেন। ফলে ২০২৪- এ দূরবীন নিয়েও এদের খুঁজে পাওয়া যাবে না।