ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্য়াটিং মায়েস্ত্রো বিরাট কোহলি (Virat Kohli), স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও দুই সন্তান ভামিকা-আকায়াকে (Vamika And Akaya) নিয়ে ভারত ছাড়ছেন! তাঁরা পাকাপাকি বাসিন্দা হচ্ছেন লন্ডনের। জানিয়ে দিলেন কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা (Rajkumar Sharma)। এক দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে রাজকুমার বলেছেন, ‘বিরাট ওর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গেই বাচ্চাদের নিয়ে লন্ডনে শিফট করছে। খুব দ্রুত ওরা ভারত ছেড়ে লন্ডনের পাকাপাকি বাসিন্দা হবেন।’
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মতোই বিরাটেরও খুবই পছন্দের শহর লন্ডন। কোহলির জন্ম এবং বেড়ে ওঠা দিল্লিতে এবং তারপর কয়েক বছর আগেই তিনি মুম্বইতে চলে আসেন। ইতালিতে ২০১৭ সালের ডিসেম্বরে অনুষ্কার সঙ্গে বিয়ে করেন। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান ভামিকা পৃথিবীতে আসে। কোহলি তাঁর দ্বিতীয় সন্তান আকায়ার জন্মের সময়ে, এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি। বিরুষ্কা সুযোগ পেলেই লন্ডনে চলে আসেন অবসর যাপনে। আর এবার লন্ডনই হচ্ছে তাঁদের ঘর-বাড়ি। ভারত এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি খেলছেন। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের তিন ম্য়াচ হয়ে গেয়েছে। সিরিজের ফল ১-১। ওদিকে পারথে শতরানের পর আর রান নেই বিরাটের ব্যাটে। এবার তাঁর অবসর নেওয়া উচিত বলেই ঝড় তুলেছেন সমালোচকরা। দেখা যাক বাকি দুই টেস্টে বিরাট কী করেন তাঁর পয়মন্ত ডনের পাড়ায়।