স্বল্পপাল্লার বন্দে ভারতের পর এবার আসছে দূরপাল্লার বন্দে ভারত স্লিপার ট্রেন। সফরের আরাম, সুযোগ সুবিধা থেকে এই ট্রেন বিশ্বের অন্যান্য বিলাসবহুল ট্রেনের সঙ্গে পাল্লা দেবে বলেই মনে করা হচ্ছে।
2/5
ভারতীয় রেলের পরিকল্পনা হল ২০২৫ সালে এই স্লিপার ট্রেনকে ট্র্যাকে নামানো। এরকম ১০টি ট্রেন চলবে দেশজুড়ে।
3/5
নিরাপত্তা, আরাম ও অন্যান্য সুযোগ সুবিধের দিক থেকে এই স্লিপার ট্রেন হবে দেশের অন্যান্য ট্রেনের থেকে একেবারেই আলাদা। দুর্ঘটনার সময়ে যাত্রীদের বাঁচাতে বন্দে ভারত স্লিপারে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
4/5
এইসব ট্রেন থাকবে এসি ফাস্টক্লাস, এসি ২ টায়ার, এসি ৩ টায়ার। প্রতিটি ট্রেনে থাকবে ১৬টি কোচ।
5/5