অযোধ্যা ভূমিতে রামমন্দির গড়তে বৃহস্পতিবার ৫১ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সভাপতি ওয়াসিম রিজভি।
এই অনুদান সম্পর্কে বলতে গিয়ে ওয়াকফ বোর্ডের সভাপতি রিজভি জানান, বোর্ড বরাবরই ওই বিতর্কিত স্থানে রামমন্দির গড়ার পক্ষে ছিল। প্রায় তিন দশক ধরে চলতে থাকা অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে আগেই স্বাগত জানিয়েছিল শিয়া ওয়াকফ বোর্ড। এই রায়কে সমস্ত দিক দিয়ে ‘শ্রেষ্ঠ রায়’ বলেও আখ্যা দিয়েছিল ওয়াকফ বোর্ড।
গত ৯ নভেম্বর বহুল চর্চিত এবং বিতর্কিত অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। ওই রায় বলা হয় বিতর্কিত জমিতে রাম মন্দিরই নির্মাণ করতে হবে। এর পাশে একটি মসজিদ তৈরি করতে হবে। সেই জন্য সরকারকে জমি দিতেও নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
এই রায় প্রসঙ্গে ওয়াসিম রিজভি বলেন, ‘এখন মন্দির নির্মাণের কাজ জোরকদমে চলছে। ভগবান রাম ভারতবর্ষের সমস্ত জনগণের পূর্বপুরুষ। হিন্দু,মুসলমান প্রত্যেকের। এই মন্দির নির্মাণেই ওয়াসিম রিজভি ফিল্মসের তরফ থেকে রাম জন্মভূমি ন্যাসকে ৫১ হাজার টাকা দেওয়া হয়েছে।’
শুধু অনুদানই নয় অযোধ্যায় রামমন্দির নির্মাণে শিয়া ওয়াকফ বোর্ড যেকোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত বলেও জানান রিজভি।
রাম শুধু হিন্দুদেরই নয় সমগ্র দেশের গৌরব বলেও দাবি করেন তিনি।