পানিহাটিতে দই – চিঁড়ের মেলায় ভিড়ে ৪ জনের মৃত্যুর ঘটনায় দায় ঝাড়ার খেলা শুরু করল তৃণমূল। রাজ্যের মন্ত্রী থেকে স্থানীয় তৃণমূল জেলা সভাপতি সবার দাবি, আয়োজন ছিল যথাযথ। তবে মেলায় আগত ভক্তরা বলছেন, মানুষের মৃত্যু হওয়ার আগে দেখা যায়নি তেমন পুলিশ ব্যবস্থা।
এদিন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘আজকে তাপমাত্রা ৪২ – ৪৪ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে সান স্ট্রোকে মৃত্যু হয়েছে। বীভৎস ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। ২ লক্ষ লোক আসার কথা, সেখানে ১০ লক্ষ লোক আগমন হয়েছে। ২ লক্ষ লোকের প্রস্তুতি ছিল। ১০ লক্ষ লোক এলে তো কিছু করার নেই আমাদের। আমরা তো কাউকে বারণ করতে পারি না। যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভুর পা পড়েছে এখানে’।
ওদিকে জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক বলেন, ‘মেলার আয়োজন ছিল যথাযথ। প্রচুর ভিড় হয়েছিল। সানস্ট্রোকে কেউ মারা গেলে আমরা কী করব?’
যদিও মেলায় আগত ভক্তরা জানাচ্ছেন, প্রথম দিকে মেলায় তেমন পুলিশি ব্যবস্থা ছিল না। সংকীর্ণ রাস্তা দিয়ে এগোচ্ছিলেন ভক্তরা। ভিড় নিয়ন্ত্রণ করছিলেন তৃণমূলের স্থানীয় কর্মীরা। কিন্তু ভিড়ের চাপে মৃত্যুর খবর ছড়ানোর কিছুক্ষণের মধ্যে এলাকা পুলিশে ছেয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন রাস্তা। এতে ভক্তদের ভোগান্তি আরও বাড়ে।