দেশে যাত্রিবাহী সমস্ত রকমের ট্রেন পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করল রেল মন্ত্রক। বন্ধ থাকবে কলকাতা (kolkata)শহরের মেট্রোও। মঙ্গলবারই তিনি ওই ঘোষণা করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করার পরেই রেল মন্ত্রক টুইট করে ওই সময় কাল পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এক্সপ্রেস, মেল, প্যাসেঞ্জার, লোকাল, কলকাতা মেট্রো-সহ সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল ৩ মে মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে।
মঙ্গলবার প্রথম দফায় ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে।এই সময় কালের মধ্যে যাত্রার জন্য যাঁরা ট্রেনের টিকিট কেটেছিলেন, তাঁরা টাকা ফেরত পাবেন, তা আগেই জানিয়েছিল রেল। অনেকেই মনে করছিলেন ১৫ এপ্রিল থেকে ট্রেন চালু হবে। অন-লাইনে টিকিটও বুকিংও হচ্ছিল। কিন্তু নতুন করে লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ায় ৩ মে পর্যন্ত ট্রেন চলবে না। ফলে এই সময়ের মধ্যে যাত্রার জন্য যাঁরা টিকিট বুকিং করেছেন, তাঁরাও টাকা ফেরত পেয়ে যাবেন বলেই জানা গেছে।