ভারতীয় রেলওয়ে স্ক্যার্প বিক্রি করে নিজেদের খাজানাতে বড়সড় ধনরাশি জুড়ে নিলো। রেলওয়ের তরফ থেকে একটি আরটিআই এর জবাবে জারি করা বয়ান অনুযায়ী, রেল বিভাগ বিগত ১০ বছরে স্ক্যার্প বিক্রি করে ৩৫,০৭৩ কোটি টাকা কামাই করেছে।
রেল মন্ত্রালয় বিগত ১০ বছরে বিক্রি করা স্ক্র্যাপ নিয়ে বয়ান জারি করেছে, ওই বয়ানে জানা যায় যে, ২০০৯-১০ এর আর্থিক বছর থেকে ২০১৮-১৯ এর আর্থিক বছর পর্যন্ত বিভিন্ন রকমের স্ক্র্যাপ বিক্রি করে রেলওয়ে ৩৫ হাজার ৭৩ কোটি টাকা কামিয়েছে। এরমধ্যে ট্রেনের কোচ, লাইন ছাড়াও আরও অনেক কিছু আছে।
রেলের এক আধিকারিক জানান, রেল লাইনের স্ক্র্যাপ নিয়ে একটা কথা স্পষ্ট যে, ২০০৯-১০ থেকে ২০১৩-১৪ এর তুলনায় ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ এ অনেক কম রেল লাইনের স্ক্র্যাপ বেড়িয়েছে। এর থেকে এই বোঝা যায় যে, অন্তিম পাঁচ বছরে রেল লাইনের বদল কম হয়েছে। যদি রেল লাইনের পরিবর্তন বেশি হয়, তাহলে সেই অনুপাতে পুরনো লাইনের স্ক্র্যাপ বের হয়।