এলাকায় বিজেপি করার অপরাধে দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার নবগ্রাম এলাকায়। স্থানীয় গোয়ালবেরিয়া বাজারে চা খাওয়ার সময় বেধড়ক মারধর করা হয় উত্তম নস্কর ও অরূপ নস্কর নামে দুই বিজেপি কর্মীকে।
তাঁদেরকে মারধর করে চোখে মুখে লঙ্কার গুঁড়া ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিস এদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
বর্তমানে আক্রান্ত বিজেপি কর্মীরা বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আকতার মোল্লার নির্দেশে উত্তম দাস, বাবলু দাস ও তাদের সঙ্গীরা এই হামলা চালিয়েছে। এলাকায় বিজেপি দল করা এবং বিজেপির মিটিং, মিছিলে যাওয়ার কারণেই এই হামলা করা হয়েছে বলে অভিযোগ।