ত্রিপুরায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্রকে করমুক্ত বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘোষণা করেছেন।
আজ সামাজিক মাধ্যমে জারিকৃত বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বিবেক অগ্নিহোত্রী কর্তৃক নির্মিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্রটি কাশ্মীরি হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন ও হৃদয়বিদারক সংগ্রামের বর্ণনা করেছে। রাজ্যের জনগণকে এই চলচ্চিত্র দেখতে উৎসাহিত করতে ত্রিপুরা সরকার চলচ্চিত্রটিকে রাজ্যে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র সারা দেশে তীব্র আলোড়ন ফেলেছে। কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতন দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে এবং নতুন করে ভাবনার তাগিদ অনুভব করিয়েছে। ইতিমধ্যে এই চলচ্চিত্রের নির্মাতা, অভিনেতা এবং অভিনেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী এই চলচ্চিত্র নির্মাণের জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন। হরিয়ানা সরকার সর্বপ্রথম এই চলচ্চিত্রকে করমুক্ত ঘোষণা করেছিল। রাজস্থানে কংগ্রেস বিধায়ক চলচ্চিত্রটিকে করমুক্ত করার আবেদন জানিয়েছেন।