চার পুরনিগমে ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জমা পড়ল আবেদন। সোমবার ইমেলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে পুরভোট মামলার রাতেই শুনানি দাবি করেছেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। তাঁর অভিযোগ, আদালতে ৫ পুরনিগমে একসঙ্গে ভোট করানোর কথা জানিয়েও ৪ পুরনিগমে নির্বাচন ঘোষণা করেছে কমিশন।
এদিন ইমেলে প্রধান বিচারপতির কাছে সব্যসাচীবাবু অভিযোগ করেন, আদালতে দাঁড়িয়ে ডাহা মিথ্যে বলেছেন কমিশনের আইনজীবী। ৫ পুরনিগমে ভোট ঘোষণার কথা বলে আদালতের সম্মতি আদায় করলেও সোমবার ভোট ঘোষণা হয়েছে ৪ পুরনিগমে। সঙ্গে তাঁর আবেদন, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার সময়। অর্থাৎ শুরু হয়ে যাবে নির্বাচনী প্রক্রিয়া তাই সোমবার রাতেই হোক শুনানি। এই নিয়ে যদিও আদালতের তরফে কিছু জানানো হয়নি।ট্রেন্ডিং স্টোরিজ
গত ২৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছিল, হাওড়া, শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল ও বিধাননগরে ভোটগ্রহণ হবে ২২ জানুয়ারি। বাকি পুরসভাগুলিতে ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। সেই মতো সোমবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে ২২ জানুয়ারি ৪ পুরনিগমে ভোটগ্রহণের বিজ্ঞপ্তি জারি হলেও তাতে নাম নেই হাওড়ার।