শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুষ্ঠানে যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতেই হামলা চালাল তৃণমূল কংগ্রেসের (TMC) অন্য একটি গোষ্ঠী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কোলোন্দা গ্রামে। রবিবার সবংয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে সবং এসেছিলেন নন্দীগ্রাম বিধায়ক। কোনও রাজনৈতিক বক্তৃতা না করলেও, শুভেন্দু অধিকারীর আগমনের খবরেই সরগরম ছিল সবং। আক্রান্ত তৃণমূল কর্মীর অভিযোগ, গতকাল শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পর, তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়ার (Manas Ranjan Bhunia) অনুগামীরা।
অভিযোগ, গতকাল শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পর, তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার অনুগামীরা। বাড়ি ভাঙচুরের পাশাপাশি বোমাও ছোড়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। কিন্তু, তৃণমূল অভিযোগ করে, ঘটনাটির সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। যাদের বাড়িতে হামলা হয়েছে, আর যারা হামলা চালিয়েছে, তারা উভয়েই বিজেপির। তৃণমূল কংগ্রেস তথা মানস ভুঁইয়াকে বদনাম করতেই এমনটা করা হয়েছে। প্রসঙ্গত, শুভেন্দু অনুগামীরা গত কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘আমরা দাদার অনুগামী’ বলে হোডিং লাগিয়ে জোর বিতর্ক তৈরি করেছে। সম্প্রতি শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে রাজ্য রাজনীতির উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। তারপর থেকেই রাজ্যজুড়ে আক্রান্ত হচ্ছেন শুভেন্দু অনুগামীরা।