করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা একসাথে আছি, এই বার্তা দিতে রবিবার রাত নটায় দীপ জ্বালানোর আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী( Narendra Modi )। এর বিরোধিতায় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্যা দেবলীনার পোস্টে প্রবল প্রতিবাদ উঠেছে বিভিধ্ন মহলে।
শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দেবলীনার এই বিতর্কিত পোস্টের বিরুদ্ধে শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। ফেসবুকে এই বিতর্কিত পোস্ট দেওয়ার পর সমাজসেবী মিতালি সাহা-সহ বেশ কিছু মানুষ এর প্রতিবাদ জানাতে শুরু করেন। শেয়ার এবং মন্তব্যের জেরে এর প্রতিক্রিয়া বাড়তে থাকে। মিতালি লেখেন, “ওর বাবার দাড়ি কি মা পুড়িয়ে দিয়েছে?? বিশ্বেস হচ্ছে না – আগে তো গোঁফ ছিল – এখন সেটাও নেই! তাহলে কি ওর মা বাড়ি থেকেই চ্যারিটির কাজটা শুরু করেছে!”তন্ময় মন্ডল লেখেন, “চুড়ান্ত নোংরা মানসিকতার মহিলা এই দেবলিনা মুখোপাধ্যায়, বাবার মুখ উজ্জ্বল করে চলেছে এইভাবে। লজ্জা।।“ আশিস আচার্য লেখেন, “এদের কোনো শিক্ষা দীক্ষা আছে বলে মনে হয় না।“ মনিকা দে লেখেন, “রুচিহীনা“। সনৎ কুমার রায় লেখেন, “ওর বাবার জন্য শুভেচ্ছা এমন কন্যার পিতা হিসেবে।“ সঞ্জয় নাথ লেখেন, “বাবার পিঠের তারকাঁটার দাগটা মুছে গেছে। বাবাও অনেক কিছুই বলে মাঝে মাঝে। এটাও বাবার শেখানো।“ কমল কর্মকার লেখেন, “যার যে রকম চিন্তাধারা তার সে রকম প্রকাশ !“
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্যের দায়ে শনিবার বিকেলে রাজ্য বিজেপি যুব মোর্চার জাতীয় সম্পাদক সৌরভ শিকদার এবং আইনি পরামর্শদাতা ব্রজেশ ঝা এই এফআইআর করতে যান শ্যামপুকুর থানায়। পুলিশ প্রথমে এই ডায়েরি নিতে চায়নি বলে অভিযোগ। পরে মোর্চার ছাপানো প্যাডে লালবাজারের সাইবার ক্রাইম শাখায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে।