1/5জনপ্রিয় সিনেমা KGF চ্যাপ্টার টু দেখে ‘অনুপ্রাণিত’। রকিভাই হওয়ার চেষ্টায় মেতে ওঠে ১৫ বছরের কিশোর। আর সেটা করতে গিয়েই এক প্যাকেট সিগারেট ধূমপান করে ফেলল হায়দরাবাদের কিশোর। তারপরেই শুরু মারাত্মক গলা ব্যথা ও কাশি। পরিস্থিতি এমনই হল যে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হল তাকে।
2/5তারপরেই শুরু মারাত্মক গলা ব্যথা ও কাশি। পরিস্থিতি এমনই হল যে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হল তাকে।
3/5মেশিনগান দিয়ে গুলি করছেন রকিভাই। একের পর এক গাড়ি উড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত লাল, উত্তপ্ত বন্দুকের নল থেকে সিগারেট ধরিয়ে নিচ্ছেন রকিভাই। KGF চ্যাপ্টার টু-এর এই দৃশ্য কারও অজানা নয়। তাছাড়া প্রায় প্রতিটি দৃশ্যেই নায়কের ঠোঁটে ঝুলছে সিগারেট। আর তাই দেখেই অনুপ্রাণিত কিশোর। এভাবেই বুঝি রকিভাই হওয়া যায়!
4/5শনিবার, হায়দরাবাদের সেঞ্চুরি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা জানান, তারা ওই কিশোরের চিকিত্সা করেছেন। সেই সঙ্গে তার কাউন্সেলিংও করা হয়েছে।
5/5এ বিষয়ে পালমোনোলজিস্ট ডঃ রোহিত রেড্ডি পাথুরি বলেন, ‘সিনেমা আমাদের সমাজের একটি অত্যন্ত প্রভাবশালী উপাদান। সিগারেট বা তামাক বা অ্যালকোহলের মতো বিষয়গুলিকে গ্ল্যামারাইজ না করা সিনেমা নির্মাতা এবং অভিনেতাদের নৈতিক দায়িত্ব। ‘রকি ভাই’-এর মতো চরিত্রগুলির একটি কাল্ট-ফলোয়িং রয়েছে। অপরিণত মনে এর প্রভাব পড়ে।’