খারকিভে গোলাবর্ষণে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। আপাতত সরকারিভাবে সেই ভারতীয় পড়ুয়ার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, ২১ বছরের ওই পড়ুয়া কর্নাটকের হাভেরি জেলার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে পারছি যে আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদেশ মন্ত্রক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ সঙ্গে তিনি বলেছেন, ‘খারকিভ-সহ যে সব জায়গায় সংঘাত হচ্ছে, সেখানকার ভারতীয়দেের দ্রুত সুরক্ষিতভাবে যেতে দেওয়ার দাবি আরও জোরালোভাবে জানানোর জন্য রাশিয়া এবং ইউক্রেনের দূতকে তলব করেছেন বিদেশসচিব। রাশিয়া এবং ইউক্রেনে আমাদের রাষ্ট্রদূতরাও একই পদক্ষেপ করেছেন।’ট্রেন্ডিং স্টোরিজ
বিদেশ মন্ত্রকের তরফে সরকারিভাবে সেই ঘোষণার কিছুটা আগেই খারকিভে থাকা একাধিক ভারতীয় পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় সেই খবর পোস্ট করেছিলেন। একটি মহলের দাবি, ওই পড়ুয়া আদতে কর্নাটকের বাসিন্দা। যখন খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন, সেইসময় গোলাবর্ষণে পড়ুয়ার মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খারকিভ ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে গোলাবর্ষণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে অনেক ভারতীয় পড়ুয়া পড়তে যান। ইউক্রেনের দাবি, রাশিয়ার গোলাবর্ষণে খারকিভে কমপক্ষে ১১ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। কিয়েভের উত্তরে এবং খারকিভ ও চেরনিহিভের আশেপাশে বোমা বর্ষণের মাত্রাও বাড়িয়েছে রাশিয়া।
তারইমধ্যে মঙ্গলবার সকালে ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফে সকল ভারতীয়কে কিয়েভ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি অ্যাডভাইজরি জারি করে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘পড়ুয়া-সহ সকল ভারতীয়দের জরুরিভিত্তিতে আজই কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রেন বা যে গণপরিবহণ পাওয়া যাচ্ছে, (তাতে চেপেই কিয়েভ ছাড়ুন)।’ ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য একাধিকবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য চার কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হচ্ছে। হাঙ্গেরিতে যাবেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। রোমানিয়ায় যাবেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। স্লোভেনিয়ায় যাবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং যাচ্ছেন পোল্যান্ড সীমান্তে। তারইমধ্যে সূত্রের খবর, ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য বায়ুসেনাকে নির্দেশ দিয়েছেন মোদী।