Rampurhat Killing: রামপুরহাটকাণ্ডে তোলপাড় গোটা দেশ, উত্তপ্ত বগটুইতে লাগল CCTV

কলকাতা হাই কোর্টের নির্দেশের পর আজকে রামপুরহাটের বগটুইতে সিসিটিভি ক্যামেরা লাগাল প্রশাসন। এর আগে গতকাল রামপুরহাট হত্যাকাণ্ডের মামলার শুনানি চলাকালীন উচ্চ আদালত নির্দেশ দেয় যাতে সর্বক্ষণ বগটুইয়ের উপর নজরদারি চালানো হয়। এদিকে আজকেই ঘটনাস্থলে পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলেরও আজ বগটুই যাওয়ার কথা বলে জানা গিয়েছে।

বগটুইকাণ্ড নিয়ে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র। কেন্দ্রের তরফে আজকে দুপুর দুটোর মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যকে। বিজেপি সাংসদরা গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করার পরই এই নিয়ে রাজ্যকে নির্দেশ পাঠায় কেন্দ্র। এদিকে ঘটনায় মহিলা ও শিশুদের মৃত্যুর প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির কাছে চিঠি লিখে কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর কথাতেও বগটুই উঠে আসে গতকাল। মোদী আশা প্রকাশ করেন যাতে রাজ্য দোষীদের সাজা দেয়।

এদিকে গতকালই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল রামপুরহাটে ঘুরে আসে। এই ঘটনার এনআইএ বা সিবিআই দিয়ে তদন্তের দাবি তোলেন বিজেপি বিধায়ক। পাশাপাশি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন তিনি। শুধু বিজেপি নয়, কংগ্রেসের তরফে অধীর চৌধুরীও রাজ্যে ৩৫৫ ধারা লাগু করার আর্জি জানিয়ে ছিটি দিয়েছেন রাষ্ট্রপতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.