Presidential elections 2022: রাষ্ট্রপতির নির্বাচন হবে ১৮ জুলাই, ফলপ্রকাশ ৩ দিন পরে, ঘোষণা কমিশনের

আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতির নির্বাচন। তিনদিন পর (আগামী ২১ জুলাই) প্রয়োজন হলে ভোটের গণনা হবে। এমনটাই ঘোষণা করল নির্বাচন কমিশন।

আগামী ২৪ জুলাই রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে। নিয়ম অনুযায়ী, সেই দিনের আগে রাষ্ট্রপতির নির্বাচন করতে হবে। তারপর আগামী ২৫ জুলাইয়ের মধ্যে শপথগ্রহণ করতে হবে নয়া রাষ্ট্রপতিকে। সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতির নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিনশন।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কমিশনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৯ জুন পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৪,৮০৯ ইলেক্টরাল। কোনও রাজনৈতিক দল নিজেদের সদস্যকে ভোট দেওয়ার জন্য উইপ জারি করতে পারবে না।’

এখনও পর্যন্ত অবশ্য কোনও দলেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেনি। তারইমধ্যে নির্বাচনের অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। ইলেক্টোরাল কোলাজের মাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচন হয়। সংসদের ৭৭৬ জন (রাজ্যসভা এবং লোকসভার মোট সদস্য সংখ্যা) ভোট দেন। সেইসঙ্গে ভোট দেন বিভিন্ন রাজ্যের বিধানসভার ৪,০৩৩ জন সদস্য। বিধানসভা সদস্যদের মোট ‘ভ্যালু’ হচ্ছে ৫৪৩,২৩১। সাংসদের ক্ষেত্রে তা হচ্ছে ৫৪৩,২০০। সবমিলিয়ে ‘ভ্যালু’ হচ্ছে ১,০৮৬,৪৩১। তবে রাজ্যসভা বা লোকসভা বা বিধানসভার মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.