সোমবার সন্ধ্যায় কলকাতায় পা রাখতে চলেছেন দ্রৌপদী মুর্মু। এনডিএ শিবিরের এই রাষ্ট্রপতি পদপ্রার্থী দু’দিনের সফরে কলকাতায় আসতে পারেন। গত শনিবারই তাঁর কলকাতায় আসার কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার জাপানের প্রাক্তনপ্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীদের গুলিতে প্রাণ হারালে দ্রৌপদীর কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। কিন্তু রবিবার জানা যায়, সোমবার সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ওইদিন রাতে নিউটাউনের এক বেসরকারি হোটেলে থাকবেন দ্রৌপদী।
পরদিন মঙ্গলবার ওই হোটেলেই বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী। সেই বৈঠকে তিনি নিজের হয়ে বিজেপি বিধায়কদের কাছে ভোট চাইতে পারেন। বর্তমানে এ রাজ্যে বিজেপি বিধায়কের সংখ্যা ৭০। কিন্তু এই বৈঠকে যোগ দেবেন না দু’জন বিধায়ক। শারীরিক অসুস্থতার কারণে বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ি বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়েছেন। আর ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহর পিতা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন। তাই পবনকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
মঙ্গলবার বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেই তিনি ফিরে যাবেন। তবে বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, এখনও কোনও সূচিই চূড়ান্ত হয়নি। দ্রৌপদী কলকাতায় এলে তাঁর কর্মসূচিতে বদল হতে পারে।