বহু ক্ষেত্রেই প্রবীণ নাগরিকদের বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা নিয়ে খবর হয়ে থাকে। যে ছেলেকে বহু বছর ধরে লালন পালন করে বাবা-মা বড় করছেন, সেই ছেলেই বদলে যায় বিয়ের পরে। এর জেরে বৃদ্ধ বয়সে নিজের বাড়ি থেকেই বিতাড়িত হতে হয় বহু প্রবীণ নাগরিককে। তবে এবার থেকে যাতে এরকম ঘটনা আর না ঘটে, তার জন্যে বিশেষ পর্যবেক্ষণ পেশ করল কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে কলাকাতা হাই কোর্টের বক্তব্য, সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুসারে যে কোনও বয়স্ক ব্যক্তির নিজের বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে।
উল্লেখ্য, ছেলে এবং পুত্রবধূর অত্যাচারের জেরে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন নদিয়ার এক বৃদ্ধ। সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সেই বৃদ্ধ। সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ‘নিজের বাড়িতে ভালো ভাবে থাকার অধিকার রয়েছে একজন প্রবীণ নাগরিকের। এটা যদি না হয় তাহলে সংবিধানের ২১ অনুচ্ছেদের ‘মৌলিক অধিকার’ এবং ‘ব্যক্তিগত স্বাধীনতার অধিকার’ খর্ব হতে পারে। জীবনের শেষ সময়ে কোনও নাগরিককে এই ধরনের আচরণের মাধ্যমে আদালতে যেতে বাধ্য করা হলে তা খুব দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘২০০৭ সালের প্রবীণ নাগরিক আইন অনুযায়ী, কোনও বয়স্ক ব্যক্তির তাঁর নিজের বাড়িতে বসবাসের করার সম্পূর্ণ অধিকার রয়েছে। তবে ছেলে এবং পুত্রবধূদের থাকার বিষয়ে সুনির্দিষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি ২০০৫ সালের পারিবারিক হিংসা আইনে।’ এদিকে এই মামলাকারী বৃদ্ধের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তাহেরপুর থানার অফিসার-ইন-চার্জকে। পাশাপাশি এই ধরনের ঘটনার জন্যে দায়ীদের ভর্ৎসনা করেন বিচারপতি।