গোটা দেশে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন তাই গোটা দেশ একপ্রকারের স্তব্ধ। করোনা ভাইরাস যেন গোটা পৃথিবীকে একদম স্তব্ধ করে দিয়েছে। দেশের গরীব মানুষ এবং দিন আনা দিন খাটা মানুষদের এখন একটাই কথা আমরা কী খাবো? এবং এই লকডাউনের ২১ দিন কী ভাবে চলবে সেই চিন্তায় অনেকের ঘুম উড়ে গেছে। ঠিক সেই সময় দেশের ৮০ কোটি মানুষকে একপ্রকারের Surprise দিলেন মোদী সরকার। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষনা করলেন দেশে গরীব মানুষদের জন্য ১৭২০০০ কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার মোদী সরকার ঘোষনা করেন এই ১.৭ লক্ষ টাকার প্যাকেজ ঘোষনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। কেন্দ্রীয় সরকারের ঘোষনা ৩ মাসের জন্য।
1. উজ্জ্বলা যোজনার গ্যাস পাওয়া মহিলাদের জন্য ৩ মাসে ৩ টে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।
২. একশো দিনের কাজের মজুরী ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করেছে মোদী সরকার । গোটা দেশে ৫ কোটি পরিবার এর সুবিধা পাবে।
৩. জন ধন যোজনার খাতা ধারক মহিলাদের ব্যাংক একাউন্টে মাসে ৫০০ টাকা করে পাঠানো হবে ৩ মাস। গোটা দেশে ২০.৫ কোটি মহিলারা এই সুবিধা পাবে।
৪. প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার আওতায় প্রতি পরিবার কে অতিরিক্ত ৫ কেজি চাল, গম, ও এক কেজি ডাল দেওয়া হবে। ৩ মাস পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
৫. বিধবা, বৃদ্ধ, প্রতিবন্ধী দের মাসে ১০০০ টাকা Extra ভাতা দেওয়া হবে।
৬. কর্মচারী দের জন্য P.F এ যে ১২% টাকা দিতে হয় সেটা 3 মাস সরকার দেবে, তাদের মাইনে থেকে কাটা হবে না।
৭. গরিব চাষীদের ব্যাংক একাউন্টে ২০০০ টাকা প্রথম কিস্তির টাকা দেওয়া হবে।
মোদী সরকারের এই ঘোষনার ফলে দেশের গরীব মানুষগুলোর মুখে এবার হাসি ফুটবে বলে মনে হচ্ছে।