তাঁর মৃত্যু রহস্য নিয়ে হাজারো প্রশ্ন আছে! এছাড়াও তাঁর বিতর্কিত রাজনৈতিক জীবন নিয়ে নানা ঘটনা অজানাই দেশের জনতার! সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংক্রান্ত কোনও ফাইল নেই তাদের কাছে! এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চলতি বছর ৯ অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আরটিআই (MHOME/R/2019/52722) করে কলকাতার বাসিন্দা সমাজকর্মী দীপ্তাস্য যশ জানতে চান তাদের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংক্রান্ত কি কি ফাইল আছে। খুব নির্দিষ্ট ভাবে চারটি প্রশ্ন করেছিলেন তিনি।
১) প্রধানমন্ত্রীর দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyamprasad Mukherjee) সংক্রান্ত কতগুলো ফাইল রয়েছে ?
২) সেই ফাইলের কতগুলো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে?
৩) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু সংক্রান্ত কতগুলো ফাইল প্রধানমন্ত্রীর দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রকে (Home Ministry) রয়েছে?
৪) শ্যামাপ্রসাদের মৃত্যু সংক্রান্ত কোনও ফাইল কী প্রকাশ্যে আনা হয়েছিল?
এমন সব প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রায় ৩৫টি দপ্তর থেকে দীপ্তাশ্য যশকে চিঠি দিয়ে জানানো হয়েছে তাদের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংক্রান্ত কোনও ফাইল নেই। কেন্দ্রীয় সরকার থেকে এমন উত্তর পাওয়ার পর দীপ্তাস্য বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন স্বাধীন ভারতের প্রথম বাণিজ্যি মন্ত্রী। তাছাড়া, বর্তমান ভারতের যে মানচিত্র আমরা দেখতে পাই, তাতেও তাঁর অবদান অনস্বীকার্য। অথচ তাঁর মতো ব্যক্তিত্বের কোন ফাইলই নাকি কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নেই। কি বলবেন একে? অদ্ভুত ছাড়া আর কিছুই বলা যায়?”
স্বাধীনতার সময় ভারত পাকিস্তান বিভাজনের ক্ষেত্রে শ্যামাপ্রাসাদের ভুমিকা ছিল উল্লেখযোগ্য। পরে জম্মু কাশ্মীরে তাঁর মৃত্যু নিয়ে কম রহস্য নেই। এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ প্রসঙ্গে কোনও তথ্য ও ফাইল কেন্দ্রীয় সরকারের কাছে নেই কেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, ২০১৮ সালে এই দীপ্তাস্য যশই শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায় সংক্রান্ত ফাইলের বিষয়ে জানতে আরটিআই করেছিলেন প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেক্ষেত্রেও একই উত্তর মিলছিল।