দেশে ফের সংক্রমণের উদ্বেগ বাড়ছে। প্রতিনিয়ত ওঠা-নাম করছে। মঙ্গলবার ৩০ হাজারের ঘরে নামলেও বুধ এবং বৃহস্পতিবার তা রয়েছে ৪২ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৮ লাখ ১২ হাজার ১১৪।
বুধবাররের তুলনায় না বাড়লেও দেশের দৈনিক মৃত্যু ৫০০-র বেশিই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ২৬ হাজার ২৯০ জনের। এদিকে তৃতীয় ঢেউ আসা নিয়ে আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যে গোটা দেশে চলছে ভ্যাক্সিনেশন।তৃতীয় ঢেউ মোকাবিলাতে প্রস্তুতি নিয়েছে কেন্দ্র, এদিকে লাগাতার অ্যাকটিভ কেস বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে কেন্দ্রও। সামনেই উৎসবের মরশুম। স্বাভাবিকভাবেই উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আসন্ন উৎসবের মরশুমে রাজ্যগুলিকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।