চৈত্র সেলের বাজারে লকডাউনে খাঁ খাঁ করছে নিউমার্কেট

মার্চ মাস মানেই বাঙালির কাছে পয়লা বৈশাখের অপেক্ষা। এই সময়তেই আম‌ বাঙালির মনে চলতে থাকে শাড়ি, সালোয়ার, কুর্তি, প্যান্ট-শার্ট, বেডশিট কেনার প্রবল ইচ্ছা। তাই তো সকলে অপেক্ষায় থাকে চৈত্র সেলের। প্রতি বছরই এই ছবিটার সঙ্গে পরিচিত থাকে ক্রেতা-বিক্রেতারা। এই চেনা ছবি দেখতেই অভ্যস্ত নিউমার্কেট।

তবে এবার পরিস্থিতি একদম আলাদা। সৌজন্যে অবশ্যই করোনা ভাইরাসের আতঙ্ক। এই মারণ রোগের কোপে পড়ে দেশের সর্বত্র জারি হয়েছে লকডাউন। ‘শপিং’ প্রেমী মা-দিদি-বৌদিরা আজ প্রত্যেকেই গৃহবন্দী। বিক্রেতারাও কেউ বাড়ি থেকে বেড়তে পারছেন না। ব্যবসা-বাণিজ্য সব লাটে উঠেছে। নিউমার্কেটে লকডাউনের প্রভাব সর্বত্র পরেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের ডাকা লকডাউন পুরোপুরি মানছে নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীরা। নিউমার্কেট চত্বরের জামাকাপড়, প্রসাধনীদ্রব্যের সমস্ত দোকানপাট বন্ধ। বন্ধ রয়েছে খাবারের দোকানগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.