অযোধ্যার মামলার রায়কে স্বাগত জানিয়ে দেশবাসীকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা মুরলীমনোহর যোশী। অযোধ্যা মামলার রায়দানের পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুরলীমনোহর যোশী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়কে সবার মেনে নেওয়া উচিত। দেশজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে।’ বর্ষীয়ান এই বিজেপি নেতা বিশ্বাস করেন সমাজের সকল স্তরের মানুষ এই রামকে মেনে নেবে এবং নতুন ভারত গড়ার দিকে এগিয়ে যাবে।
অযোধ্যার মামলায় দেশের শীর্ষ আদালতের রায়দাকে ব্যাখ্যা করতে গিয়ে মুরলীমনোহর যোশী জানিয়েছেন, ‘কি ভাবে এগিয়ে যেতে হবে, তার বার্তা এই রায়তে রয়েছে।’
অযোধ্যার রামমন্দির নির্মাণের আন্দোলনের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘বিজেপির সভাপতি থাকাকালীন রামমন্দির নির্মাণ আন্দোলনে যুক্ত থাকতে পারাটা আমার কাছে গর্বের। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত।
উল্লেখ করা যেতে পারে সুপ্রিম কোর্টেড় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে যে অযোধ্যার ২.৭৭ একর বিতর্কিত জমিতেই নির্মাণ হবে রাম মন্দির| মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই বিকল্প ৫ একর জমি দেওয়া হবে |
2019-11-09