মোদীর ব্রিগেডে ১০ লাখ মানুষ আসবে, প্রস্তুতি নিচ্ছে বিজেপি

মার্চের ৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড জনসভা করবেন। রাজ্য বিজেপি-র পক্ষ্য থেকে এই জনসভায় ১০ লক্ষ মানুষের সমাগমের উদ্যোগ নিয়েছে রাজ্য বিজেপি (BJP)। ঠিক হয়েছে রাজ্যের সমস্ত বাড়িতে আমন্ত্রণপত্র নিয়ে হাজির হবেন বিজেপি রাজ্য নেতারা। নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্রিগেডে যাওয়ার আমন্ত্রণ পপৌঁচে দেওয়া হবে বাড়ি বাড়ি । শুধু বাড়ি বাড়ি আমন্ত্রণই পৌঁছেই শেষ নয়, ফোন করেও প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভায় আসার আমন্ত্রণ বার্তা পাঠাবে বিজেপি। তাতে বলা হবে, বাংলার পরিবর্তন আনার লড়াইয়ে আপনিও শামিল হয়ে ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক করে তুলুন ।

আগামী ৭ মার্চ বিজেপির ব্রিগেড (Brigade) সমাবেশ। গোটা রাজ্যের মানুষদের ওই সভার প্রতি নজরবন্দি রাখতে তাই সর্বশক্তি দিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। বিজেপির লক্ষ্য ৭ মার্চ সবার নজর যাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আটকে থাকে। মোটামুটি এই উদ্যোগকে সফল করতে আজ বুধবার থেকেই ঝাঁপিয়ে পড়ছে রাজ্য বিজেপি।

মঙ্গলবার দলের হেস্টিংস অফিসে ব্রিগেডের সভার ব্রিগেডের প্রস্তুতি নিয়ে বিজেপি-র কোর কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বিজেপি সূত্রে জানা গেছে । এই বৈঠকে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অমিত মালব‌্য, অরবিন্দ মেনন, মুকুল রায় (Mukul Roy), স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta), অমিতাভ চক্রবর্তী, অনির্বাণ গঙ্গোপাধ্যায়-সহ দলের শীর্ষনেতারা।

রাজ্য বিজেপি সূত্রে খবর, ২০২১-এর ভোটযুদ্ধ জিততে ব্রিগেডের সভায় ১০ লক্ষ জমায়েতের টার্গেট নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই রাজ্যের ৭৮ হাজার বুথের প্রতি বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন রাজ্য বিজেপি নেতারা। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ব্রিগেডের সভার কার্ড পৌঁছে দেওয়া হবে রাজ্যের সবকটি বাড়িতে । উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে বিজেপি কর্মীরা আসবেন ব্রিগেডের এই ঐতিহাসিক সমাবেশে । বিজেপি ঠিক করেছে, ৭ মার্চ তারা কলকাতা স্তব্ধ করে দেবে। কলকাতা জায়ান্ট স্ক্রিনে ঢেকে দেওয়া হবে। গ্রামে গ্রামে বসবে জায়ান্ট স্ক্রিন। সেখানে দেখানোর ব্যবস্থা করা হবে ব্রিগেড প্রধানমন্ত্রী সভা, শোনানো হবে নরেন্দ্র মোদীর বক্তব্য ।এর পাশাপাশি ব্রিগেডের প্রস্তুতির জন্য গ্রামে গ্রামে বাইক মিছিল করবে যুব মোর্চা কর্মীরা । প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে দলের কলকাতা জেলার উপর। রাজ্যজুড়ে দলের যে পাঁচটি রথযাত্রা চলছে তার সমাপ্তিও হবে ৭ মার্চের ব্রিগেড সমাবেশে । দু’ কোটি মানুষের কাছে রথ পৌঁছনোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.