দু’দিনের সফরে ভারতে এসেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন মহাবলীপুরমে। সেখানে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিনপিংকে স্বাগত জানাতে নরেন্দ্র মোদী তামিলনাড়ুর ঐতিহ্যবাহী পোশাক পরেছেন। বানিজ্য ছাড়াও নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের অবস্থান নিয়ে স্থায়ী সমাধান সূত্র খোঁজার চেষ্টা চালাতে পারেন মোদী ও জিনপিং এই বৈঠকে বলে মনে করছে কূটনৈতিক মহল।
মোদী নিজে জিনপিংকে অর্জুন তপস্থলী সম্পর্কে বলেন। সন্ধে ছটায় মোদী এবং জিংপিং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে শামিল হবেন।
মহাবলীপুরমে জিনপিং এবং নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাবলীপুরমের পঞ্চরথের কাছে মোদী এবং জিনপিংকে স্বাগত জানাতে একটি বিশাল গেট বানানো হয়েছে। এই গেট তৈরিতে ১৮ রকমের সবজি এবং ফল এর ব্যবহার করা হয়েছে। এই ফলগুলি তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। ১০ ঘণ্টা সময় ধরে ২০০ জন মিলে পরিশ্রম করে এই গেটটি সাজিয়েছেন।
প্রায় ৬ঘন্টা দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে কাটাবেন। এরমধ্যে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে ৪০ মিনিটের মুখোমুখি বৈঠক হবে। এরপর যৌথ বিবৃতি দেবেন মোদী এবং জিনপিং। বাণিজ্য, নিরাপত্তা, সন্ত্রাসবাদের পাশাপাশি কাশ্মীর প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করছেন কুটনৈতিক বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮ সালের ২৭ এবং ২৮ এপ্রিল চিনে গিয়ে মোদী এবং জিনপিংয়ের শেষ বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ২০১৭- য় ঢোকালাম সমস্যা নিয়ে আলোচনা হয়।
২০১৭সালের ডোকলাম ইস্যু নিয়ে টানা ৭৩ দিন ভারত ও চীনের মধ্যে চাপানুতোর তৈরি হয়েছিল। যা পরবর্তীতে দুই দেশের রাষ্ট্রপ্রধানের আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে আসে। তবে এরপরেও ডোকলাম ও লাদাখ নিয়ে চিনা সেনার সঙ্গে বিবাদে জড়ায় ভারতীয় সেনা। ফলে এবারের বৈঠকে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের অবস্থান নিয়ে স্থায়ী সমাধান সূত্র খোঁজার চেষ্টা চালাতে পারেন মোদীও জিনপিং বলে মনে করছে কূটনৈতিক মহল।