‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতবে দেশ’, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

করোনার (Corona) বিরুদ্ধে লড়াইয়ে জিতবে দেশ, দৃঢ় প্রত্যয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Narendra Modi)। করোনা আবহে আজ ফের মন কি বাত (Man Ki Bat) অনুষ্ঠান করেন নরেন্দ্র মোদী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা একাধিক ব্যক্তিত্ত্বের সঙ্গে এদিন সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থে কঠিন লড়াইয়ে অগ্রমী ভূমিকা নেওয়ায় সমাজের নানা স্তরের সেই কীর্তিমানদের কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহামারী (Pandemic) মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়াই করছে দেশ, এদিন মন কি বাত অনুষ্ঠানে এমনই বলেছেন নরেন্দ্র মোদী।

করোনার গ্রাসে দেশ। যদিও গত কয়েকদিনের সংক্রমণ গ্রাফ নিম্নমুখী। এই আবহেই আজ ফের একবার মন কি বাত অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কঠিন এই পরিস্থিতির মধ্যে ঐক্যবদ্ধভাবে গোটা দেশ লড়াই চালাচ্ছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী। তিনি এদিন বলেন, ‘‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতবে দেশ। পুরো শক্তি দিয়ে করোনার মোকাবিলা করা হচ্ছে। অতিমারীতে কেন্দ্র-রাজ্য একসঙ্গে লড়ছে। কঠিন এই লড়াইয়ে গোটা দেশ আজ ঐক্যবদ্ধ।’’

করোনার দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) গোটা দেশে অক্সিজেনের (Oxygen) বিপুল চাহিদা তৈরি হয়েছে। এদিন মন কি বাত অনুষ্ঠানে সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের চাহিদা বেড়েছে। অক্সিজেনের ঘাটতি মেটানোই কঠিন চ্যালেঞ্জ ছিল। চাহিদা মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। নতুন অক্সিজেন প্ল্যান্ট (Oxygen Plant) তৈরির কাজ চলছে। অক্সিজেন দেশের কোনায় কোনায় পৌঁছে দিতে পাশে রেল। অক্সিজেন এক্সপ্রেস (Oxygen Express) চালু করেছে রেল।

লড়াই কঠিন হলেও দেশের ঐক্য সর্বদা অটুট। পূর্ণ শক্তিতে ভারত (India) কোভিডের (Covid) বিরুদ্ধে লড়ছে।’’ এদিন উত্তরপ্রদেশের এক অক্সিজেন ট্যাংকার চালকের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। কীভাবে তাঁরা সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে কাজ করছেন সবিস্তারে জেনে নেন মোদী। তাঁকে তাঁর কাজে আরও উৎসাহ দেন প্রধানমন্ত্রী।

করোনা মোকাবিলায় প্রথম সারিতে থেকে কাজ করছে দেশের সেনাবাহিনীও। এদিন সেনাবাহিনীর জওয়ানদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। যে কঠিন পরিস্থিতিতে সেনাবাহিনীও করোনার বিরুদ্ধে লড়ছেন তার প্রশংসা করেছেন মোদী। এদিন ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) এক পাইলটের সঙ্গেও কথা বলেন মোদী। পরে তিনি বলেন, ‘‘করোনা মোকাবিলা জল, স্থল, বায়ুসেনার কাজ করছে। তাঁদের স্যালুট৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.