বঙ্গে হানা দেওয়ার পর থেকেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করে দিয়েছে শীত| গত সোমবার থেকে প্রতিদিনই একটু একটু করে নামছে তাপমাত্রার পারদ| পারদ-পতন অব্যাহত শুক্রবারও| সৌজন্যে উত্তুরে হাওয়ার দাপট| শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস| যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম| এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস| শুক্রবারই মরশুমের শীতলতম দিন| ইতিমধ্যেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বেশিরভাগ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর| স্বাভাবিকভাবেই কলকাতার তুলনায় ঠাণ্ডার প্রকোপ বেশি গ্রাম বাংলায়| হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথবু অবস্থা সাধারণ মানুষের| উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্রই দাপট বজায় রয়েছে উত্তুরে হাওয়ার| ফলে ঠাণ্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতল| ২০১২ সালের পরে কলকাতায় ডিসেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিতে পৌঁছয়নি| কিন্তু, এবার যেভাবে ফর্মে রয়েছে শীত, ভেবে নেওয়াই যেতে পারে রেকর্ড এবার ভাঙবে| আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, আপাতত বঙ্গভূমিতে বজায় থাকবে শীতের আমেজ|
2019-12-20