1/4দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাছাড়া বহরমপুরের উপর দিয়ে ইম্ফল পর্যন্ত গিয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর ফলে রাজ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
2/4দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার। তাছাড়া দক্ষিণবঙঅগের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
3/4উত্তরবঙ্গের উপরের দিকের চারটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উল্লেখ্য, গড়ে উত্তরবঙ্গে এবছর বৃষ্টির পরিমাণ স্বাভাবিক। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশ। এদিকে বৃষ্টি কম হওয়ায় তাপমাত্রাও বেড়েছে কিছুটা। তবে বৃষ্টি হলে তাপমাত্রা ফের কমে যাবে বলে আশা আবহাওয়াবিদদের।
4/4শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকায় অস্বস্তিকর গরম থাকবে দিনের বেলায়।