হালকা জ্বর, সর্দি ও গলা ব্যথায় খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শরীরে করোনা-উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার কোভিড-১৯ (Covid-19) পরীক্ষা করালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সূত্রের খবর, কেজরিওয়ালের জ্বর সামান্য কমেছে।

শরীরে সামান্য জ্বর ও গলা ব্যথা, স্বেচ্ছা আইসোলেশনে অরবিন্দ কেজরিওয়াল
শরীরে সামান্য জ্বর ও গলা ব্যথা অনুভব করায়, রবিবার বিকেলের পর থেকেই কারও সঙ্গে দেখা করেননি আপ সুপ্রিমো। বাড়িতেই স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন কেজরিওয়াল। এরপর মঙ্গলবার কোভিড-১৯ (Covid-19) পরীক্ষা করান কেজরিওয়াল। মঙ্গলবার রাতে অথবা বুধবার সকালের মধ্যেই জানা যাবে দিল্লির মুখ্যমন্ত্রী করোনা-আক্রান্ত কি না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.