রাজ্যপালের টুইটে ফের সরগরম রাজ্য রাজনীতি। এদিন জগদীপ ধনখড় টুইট করে, রাজ্যের দোষেই জয়েন্ট প্রবেশিকায় স্থান পায়নি বাংলা ভাষা। এই বিষয়ে প্রমাণ দিতে ২০১৩-র একটি চিঠি ও ২০১৯-এর একটি চিঠিও পোস্ট করেন রাজ্যপাল।
২০১৩ সালের চিঠিতে দেখা যাচ্ছে সেখানে রাজ্যের তরফে জানানো হয়েছে যে, ২০১৪ শিক্ষাবর্ষে JEE(MAIN)-এ অংশগ্রহণ করবে না রাজ্য। অন্যদিকে ২০১৯-এর চিঠিতে রাজ্যের তরফে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে। সবমিলিয়ে রাজ্যপাল ট্যুইট করে বুঝিয়ে দেন, রাজ্যের দোষেই জয়েন্ট পরীক্ষায় বাংলা ভাষার স্থান হয়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জয়েন্ট প্রবেশিকায় বাংলা ভাষার স্থান না হওয়ায় সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় এই বিষয়ে টুইট পাল্টা টুইটে চলে বাগযুদ্ধ। ধরনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইবিষয়ে প্রতিবাদ জানিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে শুক্রবার রাজ্যের বিরোধী বাম ও কংগ্রেসের প্রতিনিধিদল রাজভবনে হাজির হয়।
জানা গিয়েছে, ধনকড় তাঁদের জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখবেন, কেন্দ্রের সঙ্গে কথাও বলবেন। এরপর রাজ্যপালের আজকের বিষ্ফোরক টুইট।
উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সিও সম্প্রতি একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল যে, যদিও ২০১৩ সালে জয়েন্ট প্রবেশিকা পরীক্ষায় সম্মত হয়েছিল সবকটি রাজ্য। কিন্তু শুধুমাত্র গুজরাট তাদের রাজ্যের পড়ুয়াদের জন্য গুজরাটিতে প্রশ্নপত্র করার আবেদন জানায়। অন্যদিকে ২০১৪ সালে মরাঠি ও উর্দুতে প্রশ্নপত্রের আর্জি জানায় মহারাষ্ট্র। ২০১৬ সালে অবশ্য সেই আবেদন প্রত্যাহার করে মহারাষ্ট্র। তবে গুজরাটি ভাষা চালু থাকে। আর কোনও রাজ্য এই বিষয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে আবেদন পাঠায়নি।